অ্যান্ড্রয়েডে নতুন ফিচার
.
সাদি সাবেরিন
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ২৩:৩৮
নতুন বছরে অ্যান্ড্রয়েড নিয়ে প্রশ্ন অনেক। কারণ, নতুন আপডেট কাজ করতে শুরু করেছে। কয়েকটি স্মার্টফোনে বিল্টইন ১৫ সংস্করণ পেয়েছেন অনেকে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বহুল প্রতীক্ষিত আপডেট সংস্করণ-১৫। বহু চেনা ফিচার আমূলে বদলে যাচ্ছে। নতুনভাবে যুক্ত হবে স্যাটেলাইট কানেক্টিভিটি আর হাই-কোয়ালিটি ওয়েব ক্যামেরার মতো বিশেষ ফিচার।
নতুন সংস্করণে ফ্ল্যাশলাইট কন্ট্রোল, ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, লো লাইট ক্যামেরা ঘরানা আরও ভালো কাস্টমাইজ করা যাবে। অ্যান্ড্রয়েড (১৫) অপারেটিং সিস্টেমের সব স্মার্টফোনে ক্যামেরার মান হবে সুদক্ষ আর মানোন্নত।
স্ক্রিন শেয়ারিং
শুধু একবার ট্যাপ করলেই স্ক্রিনের নির্দিষ্ট বা চিহ্নিত অংশ অনায়াসে শেয়ার করা যাবে। আগের মতো
পুরো স্ক্রিন শেয়ার করার বাধ্যবাধকতা থাকবে না।
কন্ট্রোল
সবশেষ বা আগের অ্যান্ড্রয়েড সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে কিছুটা বিপত্তি ছিল। ভক্তদের আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আপডেট সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে বাড়তি কিছু সুবিধা মিলবে।
ডায়ালগ বক্স
স্মার্টফোনে বা ডিভাইসে একাধিক ব্লুটুথ সংযোগ যারা ব্যবহার করেন, তাদের বাড়তি সুবিধা দিতে ব্লুটুথ ডায়ালগ বক্স ডেভেলপ করা হয়েছে। ব্লুটুথ অপশনে ট্যাপ করার পরই অপশন খুলে যাবে। তাতে সাম্প্রতিক পেয়ারড বা সংযুক্ত (কানেক্টেড) ডিভাইস দৃশ্যমান হবে। ওই অংশ থেকে গ্রাহক ইচ্ছামতো ডিভাইসে সহজেই সুইচ করার সুবিধা নিতে পারবেন।
সুনির্দিষ্ট অ্যাপ থেকে থেমে থেমেই নোটিফিকেশন আসতে থাকলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা তুলনামূলক অনেকাংশে কমে আসবে।
- বিষয় :
- প্রযুক্তি