ডিভাইসে নেক্সট জেনারেশন সুবিধা

স্মার্ট ডিভাইসে নেক্সট জেনারেশনের সুবিধা
মুস্তাফা তৌহিদ
প্রকাশ: ১৯ মে ২০২৫ | ০০:১১ | আপডেট: ২১ মে ২০২৫ | ১৯:২৯
বাংলাদেশে ফাইভজি ঘরানার ১৪ ও ১৪টি দুটি মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড। মডেল দুটিতে ল্যাগ-ফ্রি গেমিং, দ্রুত ডাউনলোড, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং ফাস্ট ফাইভজি সংযোগ ও সিম স্লটে ডুয়াল মোড ফাইভজি ফিচার নেক্সট জেনারেশন অভিজ্ঞতা দেবে বলে জানায় রিয়েলমি।
সিরিজের ১৪ মডেলে রয়েছে ১২ জিবি র্যাম আর ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে। বৈচিত্র্য দেবে ফ্লুইড অ্যানিমেশন, রেসপনসিভ টাচ এক্সপেরিয়েন্স ও আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং। মডেলে ভার্সেটাইল ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ছবির নিশ্চয়তা দেয়। অন্যদিকে সিরিজের ১৪টি মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ফাইভজি চিপসেট, অক্টাকোর প্রসেসর, যা স্মুথ মাল্টিটাস্কিং কাজকে সহজ করে।
৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মডেলের এআই সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ভারসাম্যহীন আলোতে ছবি তুলতে সক্ষম। র্যাম ৮ জিবি। দুটি সংস্করণে স্টোরেজ যথাক্রমে ১২৮ আর ২৫৬ জিবি।
মডেল দুটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ ইউআই এবং ৬.০ সংস্করণ। রয়েছে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা ডিভাইসকে ধুলা ও পানি থেকে সুরক্ষা দেবে।
- বিষয় :
- স্মার্টফোন