মেটাভার্সের সরঞ্জাম পরীক্ষা শুরু করলেন মার্ক জাকারবার্গ

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০৪:০০ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০৪:০১
ফেসবুকের মালিক মেটা নিজেদের ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম হরিজন ওয়ার্ল্ডসের মধ্যে ডিজিটাল সম্পদ এবং অভিজ্ঞতা বিক্রি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো পরীক্ষা শুরু করেছে। এটি মার্ক জাকারবার্গের নতুন উদ্যোগ মেটাভার্স তৈরির পরিকল্পনার বড় পদক্ষপ বলেও জানিয়েছে মেটা।
সোমবার এক বিবৃতিতে মেটা জানায়, এই সরঞ্জামগুলো প্রাথমিকভাবে এমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত হবে, যারা কোম্পানির নিয়োজিত প্ল্যাটফর্মের মধ্যে ভার্চুয়াল ক্লাস, গেম, ফ্যাশনসহ আনুষঙ্গিক বিষয় তৈরি করছেন, যা আবার ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য।
কোম্পানিটি বলছে, এই সরঞ্জাম ব্যবহার করে সেই নির্বাচিত ব্যবহারকারীরা তাদের আনুষঙ্গিক বিষয়গুলো বিক্রি করতে সক্ষম হবেন বা তাদের তৈরি করা বিশেষ ডিজিটাল স্পেসগুলোতে অর্থ দেওয়ার সুযোগ করে দিতে পারবেন।
এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট যুক্তরাষ্ট্রে হরিজন ওয়ার্ল্ডস ব্যবহারকারীদের একটি ছোট সেটের জন্য একটি ‘ক্রিয়েটর বোনাস’ প্রোগ্রামও পরীক্ষা করছে, যার মাধ্যমে কোম্পানিটির লঞ্চ করা এই নতুন ফিচারগুলো ব্যবহার করার জন্য প্রতি মাসে অংশগ্রহণকারীদের অর্থ দেওয়া হবে।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এ সংক্রান্ত একটি আলোচনায় বলেছেন, আমরা চাই সেখানে খুব সুন্দর একটি বিশ্ব গড়ে উঠুক এবং এটি ঘটানোর জন্য প্রচুর নির্মাতা প্রয়োজন, যারা নিজেদের প্রমাণ করতে পারবেন, নিজেরা নিজেদের সমর্থন দিতে পারবেন।
কোম্পানিটির নাম ছিল ফেসবুক। গত বছর তার নাম পরিবর্তন করে মেটা করা হয়। এরপর ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ ‘মেটাভার্স কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান চালু করার ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির প্রথম উদ্যোগ একটি ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্কস্পেস তৈরি করা। যার নাম হরিজন ওয়ার্ল্ডস।
- বিষয় :
- ফেসবুক
- মেটা
- ভার্চুয়াল রিয়েলিটি