ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্য তথ্য দেবে ই-ট্যাটু

স্বাস্থ্য তথ্য দেবে ই-ট্যাটু

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০০:১৯

দক্ষিণ কোরিয়ান বিজ্ঞানীরা বিশেষ ধরনের ইলেক্ট্রনিক তথা ই-ট্যাটু উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন; যা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য দেবে। বিশেষায়িত এ ট্যাটু ব্যবহারকারীর শারীরিক কোনো সমস্যা তৈরি হলে সেটি চিহ্নিত করে সতর্কতা দেবে। কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক কার্বন ন্যানোটিউবস ও তরল ধাতবের মাধ্যমে ই-ট্যাটুর কালি তৈরি করেছেন; যা জৈব ইলেকট্রোড হিসিবে কাজ করবে।

এটি ইসিজি ডিভাইস কিংবা অন্যান্য বায়ো সেন্সরের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর হূৎস্পন্দনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণ পর্যবেক্ষণ করতে পারবে এবং ফলাফল মনিটরে পাঠাতে পারবে।

whatsapp follow image

আরও পড়ুন

×