ইন্টেল কারখানায় ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ০১:০১
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে ইন্টেল চিপ কারখানা সম্প্রসারণে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে ইন্টেল করপোরেশন। কানাডার ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে গত মঙ্গলবার এ চুক্তি সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। মূলত ইন্টেল চিপ কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে বিশাল অঙ্কের এ বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ চুক্তি অনুযায়ী, ব্রুকফিল্ড এই সম্প্রসারণ প্রকল্পে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এ প্রকল্পের ৪৯ শতাংশ শেয়ারের মালিকানা পাবে। অন্যদিকে ইন্টেলের নিয়ন্ত্রণে থাকবে ৫১ শতাংশ শেয়ার। একই সঙ্গে ইন্টেল দুটি চিপ কারখানার পরিচালনাও নিয়ন্ত্রণ করবে।
ইন্টেল কারখানায় বিনিয়োগ বাড়াতে গত ফেব্রুয়ারিতে ইন্টেল ও ব্রুকফিল্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বর্ধিত হিসেবে নতুন বিনিয়োগের ঘোষণা এলো। উভয় কোম্পানি যদিও চুক্তির শর্তগুলো প্রকাশ করেনি। ইন্টেলের আর্থিক প্রধান ডেভিড জিন্সনার বলেন, এই কারখানা থেকে যে মুনাফা হবে, সেটি ভাগাভাগি করে নেবে উভয় কোম্পানি। বিশ্নেষকরা বলছেন, মূলত বিশ্বজুড়ে চিপ সংকটের পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের জেরে চিপশিল্পে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে এ বিনিয়োগ হচ্ছে।
- বিষয় :
- ইন্টেল