- প্রযুক্তি
- ভিসা সহায়তায় 'ভিসা থিং'
ভিসা সহায়তায় 'ভিসা থিং'

বাংলাদেশে যেসব দেশের দূতাবাস/হাইকমিশন নেই সেসব দেশে ভিসা পেতে সহযোগিতা করছে 'ভিসা থিং'।
দেশে মাত্র ৩৮টি দেশের দূতাবাস/হাইকমিশন রয়েছে, যেখানে ভিসার জন্য আবেদন করা যায়। এবার দূতাবাস নেই এমন ৭০টিরও বেশি দেশে ভিসা পেতে বাংলাদেশিদের সহযোগিতা করতে এলো www.visathing.com। ভিসা জটিলতা থেকে মুক্তি দিতে সাইটটিতে ১৯২টিরও বেশি দেশের ভিসা সংক্রান্ত তথ্য রয়েছে।
'ভিসা থিং'-এর ব্যবসা কার্যক্রমের প্রধান আহমদ উল্লাহ বলেন, 'বাংলাদেশি নাগরিকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ-সংক্রান্ত ঝামেলা কমানোই আমাদের উদ্দেশ্য। খুব সহজেই যে কেউ ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য ও চেকলিস্ট পেতে পারেন।'
মন্তব্য করুন