ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

বিস্তার ঠেকাতে যেভাবে কাজ করবে করোনা অ্যাপ

বিস্তার ঠেকাতে যেভাবে কাজ করবে করোনা অ্যাপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০০:৩৮

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিগ ডেটা ইন্সটিটিউট এবং নাফিল্ড ডিপার্টমেন্ট অফ পপুলেশন হেলথ এর একদল গবেষক নতুন একটি করোনাভাইরাস অ্যাপ উদ্ভাবন করেছেন যা ভাইরাসটির বিস্তার ঠেকাতে কাজ করবে।

অ্যাপটির উদ্ভাবকরা বলছেন, একজন মানুষ সম্প্রতি যাদের সংস্পর্শে এসেছেন, তাদের মধ্যে কেউ সম্প্রতি করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছে কি না, তা জানা যাবে সহজে এই অ্যাপ ব্যবহারে। লকডাউন পরিস্থিতি কোন মাত্রায় বজায় রাখা দরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে অ্যাপটি। খবর বিবিসি বাংলার

এই অ্যাপ মানুষের গতিবিধির ওপর খুব দ্রুত নজরদারি করতে পারবে। কে কোথায় যাচ্ছে, কার সংস্পর্শে আসছে তা খুঁজে দেখার জন্য যে কাজ করতে এক সপ্তাহের গোয়েন্দাগিরি লাগত এই অ্যাপ সেই কাজ মুহূর্তে করতে পারবে।

একজন মানুষ তার দৈনন্দিন জীবনে কোথায় কোথায় যাচ্ছে তা তার জিপিএস লোকেশন তথ্য থেকে এই অ্যাপ বের করবে। যেখানে জিপিএস সিগনাল ভাল নয় সেখানে এই অ্যাপ ব্লু টুথ ব্যবহার করে এবং দ্রুত স্ক্যান (কুইক স্ক্যান বারকোড দেখে) কোড দেখে অ্যাপ ব্যবহারকারীদের লোকেশন নির্ণয় করবে।

যদি কেউ অসুস্থ বোধ করতে শুরু করে, সে এই অ্যাপের মাধ্যমে বাসায় তার পরীক্ষার ব্যবস্থা করার জন্য অনুরোধ করতে পারবে। পরীক্ষার ফল যদি পজিটিভ হয়, তাহলে সম্প্রতি কয়েক দিনে ওই ব্যক্তি যাদের কাছাকাছি সংস্পর্শে এসেছে তাদের প্রত্যেককে এই অ্যাপ সিগনাল পাঠিয়ে জানিয়ে দেবে।

অন্যদের ১৪ দিনের জন্য স্বেচ্ছা আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হবে। কিন্তু তাদের জানানো হবে না কোন ব্যক্তির কোভিড-১৯ ধরা পড়েছে, যার কারণে এই সতর্কবার্তা দেয়া হচ্ছে।

পাশাপাশি যে ব্যক্তির পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে তার কর্মস্থল এবং যেসব পরিবহন সে ব্যবহার করেছিল তাদের অফিস, রেলের কামরা, বা ব্যবহৃত বাস জীবাণুমুক্ত করার পরামর্শ দেয়া হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×