ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ক্লাউড কম্পিউটিং নিয়ে হুয়াওয়ের সম্মেলন

ক্লাউড কম্পিউটিং  নিয়ে হুয়াওয়ের সম্মেলন

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০১ জুন ২০২৩ | ০৮:১৪

ঢাকায় অনুষ্ঠিত হলো হুয়াওয়ে ‘ক্লাউড এসএপি ২০২৩ সামিট’ শীর্ষক সম্মেলন। হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে ফিউশন ইনফোটেকের সঙ্গে যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে হুয়াওয়ে দক্ষিণ এশিয়া। ক্লাউড প্রযুক্তির সক্ষমতা ও সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর করণীয় সম্পর্কে এ সম্মেলনে আলোকপাত করা হয়।  এতে খাতসংশ্লিষ্ট প্রায় ১০০ জন ব্যবসায়ী, বিশেষজ্ঞ, ক্লাউড প্রফেশনাল অংশ নেন।  সম্মেলনে  হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্লাউড ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লি এবং ফিউশন ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক জিশান আহমেদ মূল বক্তব্য দেন।

আরও পড়ুন

×