প্রিয়জনকে উপহার পাঠানো যাবে অ্যাপের মাধ্যমে। এক্সট্রা নামের এই অ্যাপের মাধ্যমে যে কাউকে যে কোনো সময় উপহার পাঠানো যাবে। 

শুধু প্রিয়জনকে নয় বিভন্ন প্রতিষ্ঠান এই অ্যাপের মাধ্যমে কর্মকর্তা ও গ্রাহকদের উপহার পাঠাতে পারবে।

যাদের অফার দিতে চান, তাদের ফোন নম্বর এক্সট্রা (Xtra) অ্যাপে এন্ট্রি করার পর অফার সিলেক্ট করে পাঠিয়ে দিতে হবে। ব্যবহারকারীদের ফোনে এক্সট্রা অ্যাপ থাকলেই যে কোনো সময় অফার গ্রহণ করা যাবে, বহন করতে হবে না কোনো গিফট ভাউচার, খুঁজতে হবে না কোনো কুপন কোড।

এক্সট্রার প্রতিষ্ঠাতা মঞ্জুরুল আলম মামুন বলেন, পুরনো পদ্ধতিতে গিফট বিতরণ, প্যাকেজিংয়ে বাড়তি খরচ, মেসেজ বা মেইল অফার দেওয়া; এ সব করতে গিয়ে অর্থের সঙ্গে মূল্যবান সময়ও নষ্ট হচ্ছে। তাছাড়া এভাবে গিফট বা অফারের সঠিক ব্যবহার হলো কিনা তা জানার কোন ব্যবস্থা নেই। এসব কথা বিবেচনা করেই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম এক্সট্রা। এই অ্যাপের মাধ্যমে যে কোনো কোম্পানি যে কোনো সময় যে কাউকে উপহার দিতে পারবে। 

এ্যাপলেকট্রাম সলিউশনস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানটি অ্যাপটি বাজারে এনেছে। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় (www.xtra.deals)। বিজ্ঞপ্তি।