ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ঢাকায় পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি মেলা শুরু বৃহস্পতিবার

ঢাকায় পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি মেলা শুরু বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ১০:৪৪

রাজধানীতে পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি মেলা শুরু হচ্ছে আগামী ১০ অক্টোবর। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে 'ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯' নামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলার আহ্বায়ক ও কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসান জানান, ডিজিটাল সেবার মাধ্যমে জীবনকে বাধামুক্ত করো স্লোগানকে সামনে রেখে দশম বারের মতো এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কম্পিউটার সিটি সেন্টারের প্রথম থেকে দশম তলা পর্যন্ত ৭৪৬টি প্রতিষ্ঠান মেলায় তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল প্রদর্শন করবে। 

এ ছাড়া বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি গেমিং ও ইন্টারনেট ব্রাউজিং সুবিধা। মেলায় শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রবেশাধিকার উন্মুক্ত করা হয়েছে। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির সুফল ছড়িয়ে দিয়ে বহুলপ্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

×