ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সংশোধন না হলে জনসম্মুখে করা হবে বেইজ্জতি

নেতাকর্মীকে শামীম ওসমান

সংশোধন না হলে জনসম্মুখে করা হবে বেইজ্জতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৫:৫২ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৫:৫৭

মানুষ এখন আর উন্নয়ন চান না, শান্তিতে বসবাস করতে চান বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান। নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলে সেটি ভাঙিয়ে মানুষের ওপর জুলুম-অত্যাচার, ভূমিদস্যুতা, মাদক কারবারে নেতৃত্ব দেন। সংশোধনের সুযোগ দিলাম। না হলে পদ প্রত্যাহার করে জনসম্মুখে বেইজ্জতি করা হবে।’

রোববার দুপুরে নারায়ণগঞ্জের পাগলার কুতুবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শামীম ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু। 

শামীম ওসমান বলেন, ‘আমার উদ্দেশ্য এখন শান্তি কায়েম করা। আমার নির্বাচনী এলাকায় প্রচুর রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ হয়েছে। মানুষ এখন আর উন্নয়ন চান না। তারা চান শান্তিতে বসবাস করতে।’

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের উদ্দেশে তিনি বলেন, ‘জেলা বিএনপির সভাপতি একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, আরেকবার করেন জাতীয় পার্টি। পাঁচবার দলবদল করেছেন। পলিটিক্যাল প্রস্টিটিউট বলে যে কথা আছে, আসলে তারা তা-ই। যারা দলীয় পরিচয়ে অপকর্ম করতে চান, তারা এসব নেতার সঙ্গে যোগ দেন।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×