ইন্ডাস্ট্রি আপডেট
বিনিয়োগে আহ্বান জানালেন জুনাইদ আহমেদ পলক

কবির হাসান
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৮:০০
ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশের ফোরাম জি২০ সম্মেলন শেষে যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিমন্ত্রী পল স্কুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্য, ক্যাশলেস ইকোনমি, স্টার্টআপ বিনিময়, বিটুবি ম্যাচমেকিং— এমন দ্বিপক্ষীয় বিষয়ে বিশদ আলোচনা করেন। সবার উপকারে আসে এমন একটি ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে জরুরি বিষয়গুলো চিহ্নিত করার জন্য তারা সহমত হন। প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ পরিদর্শন এবং বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্যমন্ত্রী জোসেফাইন টিও, নেদারল্যান্ডসের ইন্টেরিয়র অ্যান্ড কিংডম বিষয়ক স্টেট সেক্রেটারি আলেকজান্দ্রা কার্লা ভ্যান হাফেলেন, ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদের ছাড়াও জি২০ এবং অতিথি দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন।
- বিষয় :
- ইন্ডাস্ট্রি আপডেট