ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

লাইসেন্স পেল উবার, পাঠাও

লাইসেন্স পেল উবার, পাঠাও

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ১৩:২০ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ১৩:৩০

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান 'উবার', 'পাঠাও' এবং 'সহজ'কে লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে। 'উবার' ও 'পাঠাও' পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহপ্রতিষ্ঠাতা হুসেইন মো. ইলিয়াসকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের বৃহত্তম অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে বিআরটিএর এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা কৃতজ্ঞ। পাঠাও-এর লাইসেন্স প্রাপ্তির মধ্য দিয়ে রাইড শেয়ারিং খাতের আইনি কাঠামো পূর্ণতা পেয়েছে।

সহজ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মালিহা কাদির বলেন, বিজয়ের মাসে বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এ যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে 'সহজ'।





আরও পড়ুন

×