স্মার্ট টিপস
শিডিউল পোস্ট করবেন ফেসবুকে

ফাইল ছবি
রোমাঞ্চ তালুকদার
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
ব্যস্ততা বা সময়ের অভাবে অনেকেই ফেসবুক পোস্টে বিড়ম্বনায় পড়েন। চিন্তার কোনো কারণ নেই। আছে সহজ সমাধান। ফেসবুকে চাইলেই পোস্ট শিডিউল করে রাখা যায়। যাদের ফেসবুক পেজ বা গ্রুপ আছে, তারা চাইলেই পোস্ট শিডিউল সুবিধা নিতে পারবেন।
ফেসবুক পেজ থেকে পোস্ট শিডিউলের জন্য প্রথমে পেজে প্রবেশ করতে হবে। হোয়াটস অন ইউর মাইন্ড ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় লেখা, ছবি ও ভিডিও আপলোড করতে হবে। লেখা যাবে টেক্সট। ওপরের ডানদিকে নেক্সট বাটনে ক্লিক করে নির্বাচন করতে হবে শিডিউলিং অপশন। শিডিউল ফর লেটার নির্বাচন করে তারিখ, দিন ও সময় ঠিক করে দিতে হবে। এবার ব্যাক অ্যারো ট্যাপ করে পোস্ট বাটনে ক্লিক করতে হবে। একইভাবে ফেসবুক গ্রুপ থেকে শিডিউল পোস্ট করতে প্রথমে গ্রুপে ঢুকতে হবে। রাইট সামথিং বাটনে ক্লিক করে টেক্সট, ছবি ও ভিডিও আপলোড করতে হবে। নিচে থাকা শিডিউল অপশন থেকে ট্যাপ করে শিডিউল পোস্ট টগলটি চালু করতে হবে। সেখান থেকে শিডিউল বাটনে ক্লিক করে নির্ধারিত দিন ও সময় ঠিক করে নিতে হবে।
- বিষয় :
- ফেসবুক
- শিডিউল পোস্ট