জনপ্রিয় গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপে বাংলাদেশের শহরাঞ্চলগুলো অধিক প্রাধান্য পেয়েছে। ম্যাপে দেশের গ্রামাঞ্চলের বেশিরভাগ স্থাপনা নির্দিষ্ট করা হয়নি। 

এর ফলে গ্রামাঞ্চলের নাগরিক, স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি এবং ই-কমার্স ডেলিভারি এজেন্টরা ম্যাপ দেখে নির্দিষ্ট স্থান খুঁজে বের করতে সমস্যায় পড়ছেন। 

এ লক্ষ্য বাস্তবায়নে গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপ আরও সমৃদ্ধ করার মাধ্যমে ঘরে বসে থাকা দেশের যুব সমাজের ক্ষমতায়নের জন্য আইসিটি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ এর আওতাধীন এবং ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম এবং গ্রামীণফোন যৌথভাবে শুরু করছে 'বাংলাদেশ চ্যালেঞ্জ' ক্যাম্পেইন। 

চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহী যে কোনো স্বেচ্ছাসেবক bangladeshchallenge.com এবং corona.gov.bd--এ নিবন্ধন করতে পারেন। এই ক্যাম্পেইন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

বিষয় : গুগল ম্যাপস ওপেন স্ট্রিট ম্যাপ

মন্তব্য করুন