ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ল্যাপটপ আনছে ইনফিনিক্স

ল্যাপটপ আনছে ইনফিনিক্স

ইনফিনিক্স আনছে দুটি ল্যাপটপ।

আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৪:৪১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২১:০০

স্মার্ট ডিভাইসের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে ইনফিনিক্স। তারই ধারাবাহিকতায় বাজারে ল্যাপটপ আনতে যাচ্ছে তারুণ্যবান্ধব প্রযুক্তি ব্র্যান্ডটি। বাংলাদেশে ব্র্যান্ডটির নতুন ল্যাপটপ প্রদর্শিত করা হয়। ঢাকায় অনুষ্ঠিত সিটি আইটি মেগা ফেয়ার ২০২৩ আসরে ইনফিনিক্স স্টলে দুটি মডেলের ল্যাপটপ প্রদর্শিত হয়।

ইনফিনিক্স ইনবুক এক্স টু এবং ইনবুক ওয়াই টু প্লাস মডেল দুটি দেশের বাজারে অচিরেই আসবে। আর দামও হবে বাজেটবান্ধব। অ্যালুমিনিয়াম এলয় বডির ইনফিনিক্স ‘ইনবুক এক্স টু’ ল্যাপটপটি দেখতে চিকন। ওজনে বেশ হালকা। লাল, নেভি ব্লু, ধূসর ও সবুজ— চারটি রঙে ল্যাপটপটি পাওয়া যাবে। ১১তম প্রজন্মের কোর আই৩, আই৫ ও আই৭ প্রসেসরের ভ্যারিয়েন্টে বাজারে থাকবে বলে আশা করা হচ্ছে।

ওয়াই টু প্লাস ল্যাপটপটি এক্স টু ল্যাপটপের তুলনায় আকারে কিছুটা বড়। মডেলটি পাওয়া যাবে রূপালি, ধূসর ও নীল রঙে। প্রসেসরে থাকবে আই৩, আই৫ ও আই৭ ভ্যারিয়েন্টে।

ল্যাপটপের বিস্তারিত এবং ইনফিনিক্স ইনবুক এক্স টু এবং ইনবুক ওয়াই টু প্লাস মডেলের যেসব সংস্করণ বাংলাদেশে পাওয়া যাবে তা দ্রুতই জানাবে বিপণন সংস্থা।

ইনফিনিক্স ল্যাপটপের যাত্রা শুরু হয় ইনবুক এক্স ওয়ান মডেল দিয়ে। বর্তমানে এশিয়া ও আফ্রিকা ছাড়াও বিশ্বের বহু দেশ ও অঞ্চলের বাজারে ইনফিনিক্স ল্যাপটপের সব মডেল বিপণন হচ্ছে।

ঢাকায় অনুষ্ঠিত সিটি আইটি মেগা ফেয়ারে নতুন মডেলের পিসি, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরা ছাড়াও নতুন সব প্রযুক্তি পণ্য প্রদর্শন করে ইনফিনিক্স।

আরও পড়ুন