ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

বেঁধে দেওয়া হবে ডেটার দাম

বেঁধে দেওয়া হবে ডেটার দাম

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৬:৫৭ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ১৩:৫২

প্যাকেজ সংখ্যা কমানোর পর ইন্টারনেট প্যাকেজের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে। তিন দিনের প্যাকেজ বন্ধ করে সাত দিনের প্যাকেজের মূল্য বাড়িয়েছে অপারেটররা। ডেটার এ বর্ধিত দাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। পাশাপাশি সব অপারেটরের জন্য ইন্টারনেটের একই দর নির্ধারণেও কাজ করছে সরকার। শিগগিরই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হতে পারে।

রাজধানীর আগারগাঁওয়ের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বৈঠকে ১০ নভেম্বরের মধ্যে অপারেটরদের ইন্টারনেটের বর্ধিত দাম কমানোর নির্দেশ দেওয়া হয়।

বিটিআরসির নির্দেশনা অনুসারে, গত ১৫ অক্টোবর থেকে ইন্টারনেটের তিন দিন ও ১৫ দিনের প্যাকেজ বন্ধ করে দেয় মোবাইল অপারেটররা। এখন শুধু  ৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড প্যাকেজ চালু আছে। যদিও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৬৯ দশমিক ২৩ শতাংশই তিন দিন মেয়াদের ডেটা প্যাকেজ ব্যবহার করতেন।

মন্ত্রী মোস্তাফা জব্বার সমকালকে বলেন, অতিরিক্ত প্যাকেজ সংখ্যা গ্রাহকদের বিভ্রান্ত করে। তাই সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। অপারেটরদের বলা হয়েছিল, তিন দিনের দামে সাত দিনের ডেটা প্যাকেজ দিতে। কিন্তু অপারেটররা ইন্টারনেটের দাম বাড়িয়ে দিয়েছে, যা সরকারবিরোধী কাজ। এজন্য তাদের ডাকা হয়েছে। ১০ নভেম্বরের মধ্যে আগের অবস্থায় ইন্টারনেটের দাম ফিরিয়ে নিতে বলা হয়েছে। আগের তিন দিনের প্যাকেজের দামে সাত দিনের ইন্টারনেট প্যাকেজ ছাড়তে বলেছেন।

মন্ত্রী বলেন, ডেটার দাম অপারেটররা নিতে পারেন। কিন্তু সময়ের দাম তো তারা নিতে পারেন না। গ্রাহকরা কয় দিনে প্যাকেজ শেষ করবে, তা তাদের বিষয়। সরকার সে জন্য ইন্টারনেটের একটি সর্বজনীন দর বেঁধে দেওয়া নিয়ে কাজ করছে। সারাদেশের সবার জন্য একই রেট থাকবে। তিনি জানান, প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্যাকেজ সংখ্যা কমিয়ে আনা হয়েছে। অপারেটরদের দেওয়া তথ্যে ডেটার দামের বেশ ফারাক দেখা গেছে। এ ছাড়া আরও অনেক বিষয় আছে। অপারেটরদের তথ্যের পাশাপাশি তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। এগুলো বিশ্লেষণ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য বেঁধে দেওয়া হবে। অপারেটরদের সে অনুযায়ী প্যাকেজ দিতে হবে। 

বারবার চেষ্টা করেও ইন্টারনেট প্যাকেজের বিষয়ে অপারেটরদের বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে দেশে চার মোবাইল অপারেটরের ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ।

আরও পড়ুন