ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ট্যাক্স ফাইলিং করবে ‘শাপলা’ অ্যাপ

ট্যাক্স ফাইলিং করবে ‘শাপলা’ অ্যাপ

ট্যাক্স ফাইলিং করবে ‘শাপলা’ অ্যাপ

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ২০:৩১

কর দাখিল ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কষ্টসাধ্য ও জটিল৷ জটিল এ সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে ‘শাপলা ট্যাক্স’। স্মার্টফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কর প্রদান সংক্রান্ত সব সমস্যার সমাধান মিলবে বলে জানালেন উদ্যোক্তারা।

শাপলা ট্যাক্স প্রথম থেকেই নিরাপত্তা, নির্ভুলতা এবং ব্যবহারকারীর সুবিধা নিশ্চিত করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় তারা শাপলা ট্যাক্স অ্যাপ নিয়ে এসেছে। অ্যাপটি  ট্যাক্স ফাইলিং সুবিধার সঙ্গে আইনি পরামর্শ দেবে। ট্যাক্স সার্টিফিকেট যেন সহজেই পাওয়া যায় তা নিশ্চিত করবে অ্যাপ।

ওয়ানস্টপ ট্যাক্স অ্যাপ্লিকেশন
ট্যাক্স-বিষয়ক সব প্রয়োজনীয়তায় ওয়ান-স্টপ সার্ভিস বলা যেতে পারে শাপলা ট্যাক্সকে। জাতীয় রাজস্ব বোর্ডের সার্টিফিকেটপ্রাপ্ত এবং আইটিপি দ্বারা পরীক্ষীত। সবশেষ এবং সঠিক ট্যাক্স আইন সংযোজন করা হয়েছে। অ্যাপ দিয়ে করদাতা নির্বিঘ্নে তার কর প্রদান করতে পারবেন।

নির্বিঘ্ন সেবা
অ্যাপ দিয়ে ট্যাক্সের সব ডকুমেন্ট এক জায়গায় নিরাপদে রাখা যাবে। যেকোনো সময় সেখানে অ্যাকসেস করা যাবে। আর্থিক তথ্য ট্র্যাক করে পুনরায় ঠিক করা বা সাজানো সম্ভব হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে শাপলা ট্যাক্স অ্যাপ ব্যবহার করা যাবে। ব্রাউজারে (www.shapla.io) সাইটে গিয়েও কর সংক্রান্ত তথ্যসেবা নেওয়া যাবে।

সাইন-আপ 
শাপলা ট্যাক্স অ্যাপে সাইন-আপ করা সহজ। গুগল অ্যাকাউন্ট এবং ফোন নম্বর দিয়ে দ্রুত সাইন-আপ করা যায়। বহু সেবার মধ্যে প্রয়োজনানুসারে সেবা নির্বাচন করতে পারবেন। জরুরি সেবার মধ্যে আছে-
•    ট্যাক্স ফাইলিং
•    শাপলা বিশেষজ্ঞদের সঙ্গে ফোনে ট্যাক্স পরামর্শ
•    ট্যাক্স সার্টিফিকেট প্রাপ্তি
•    বিনা মূল্যে ট্যাক্স ক্যালকুলেটর

ট্যাক্স ফাইলিং প্রক্রিয়া
শাপলা ট্যাক্স অ্যাপ ট্যাক্স ফাইলিং প্রক্রিয়া সহজবোধ্য। তাই ট্যাক্স রিটার্ন গণনা এবং জমা দেওয়ার গতানুগতিক জটিল কাজটি এখানে সহজ হয়ে গেছে। অ্যাপ দিয়ে ট্যাক্স ফাইলিং করতে হলে প্রথমে নিজের সম্পূর্ণ নাম, স্ত্রীর/ স্বামীর নাম, কোম্পানির নাম, মোবাইল নম্বর এবং শহরের নাম দিতে হবে। তারপর ই-টিআইএন, এনআইডি, ব্যাংক স্টেটমেন্ট এবং স্যালারি সার্টিফিকেটসহ সব ধরনের প্রয়োজনীয় আর্থিক কাগজপত্র আপলোড করতে হবে। সবশেষে বিকাশ, নগদ, অ্যামেক্স বা ভিসা ডেবিট/ক্রেডিট কার্ডের মতো বিশ্বস্ত যেকোনো মাধ্যমে নিরাপদে অর্থ প্রদান করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ
শাপলা ট্যাক্সের মাধ্যমে কর সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া সম্ভব। গ্রাহককে তাদের ইমেলই অ্যাড্রেস ও মোবাইল নম্বর দিতে হবে। বিকাশ বা যেকোনো সুবিধাজনক মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে। ক্ষুদ্র প্রয়াসে আইটিপি সার্টিফেকেট প্রাপ্ত প্রফেশনালদের মূল্যবান পরামর্শ ও সেবা পাওয়া সম্ভব।

আরও পড়ুন