ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ওপেনএআইয়ের নতুন সিইও কে এই মিরা মুরাতি

ওপেনএআইয়ের নতুন সিইও মিরা মুরাতি

ওপেনএআই ভারপ্রাপ্ত (সিইও) প্রধান নির্বাহী কর্মকর্তা মিরা মুরাতি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ২১:১৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ | ২১:৪৭

হুট করেই প্রযুক্তি দুনিয়ার আলোচনার কেন্দ্রে মিরা মারুতি (৩৪)। কারণ তিনি এখন ওপেনএআইয়ের ভারপ্রাপ্ত (সিইও) প্রধান নির্বাহী কর্মকর্তা। ওপেনএআইয়ের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে সরিয়ে তাকে স্থলাভিষিক্ত করা হয়। আগে তিনি একই প্রতিষ্ঠানে প্রধান প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মিরা মুরাতির জন্ম আলবেনিয়ায় হলেও শৈশব কাটে কানাডায়। মা-বাবা-মা ভারতীয় বংশোদ্ভূত। তিনি যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজে পড়াশোনার সময় হাইব্রিড রেসিং কার তৈরি করে যন্ত্র প্রকৌশলী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর), অ্যারোস্পেস, অটোমোটিভ এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) নিয়ে কাজ করছেন মিরা মুরাতি। এরপর ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রকল্প টেসলায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে নিযুক্ত হন।

লিপ মোশন নামের ভিআর নির্মাতাপ্রতিষ্ঠানেও কাজ করছেন মিরা মুরাতি। সেখানে বাস্তব জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। মিরা মুরাতি ২০১৮ সালে ওপেনএআই সুপারকম্পিউটিং ও গবেষণা বিভাগে যোগ দেন। তিনি ওই বিভাগের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছেন।

/এসএইচ/

আরও পড়ুন