স্টার্টআপ ‘সিইও অব দ্য ইয়ার’

স্টার্টআপ ক্যাটেগরিতে ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন শেয়ারট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হক।
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ | ১৫:৩৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ২২:০২
স্টার্টআপ ক্যাটেগরিতে ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক। বাংলাদেশের ভ্রমণ খাতে প্রতিষ্ঠানের সফল যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য অবদানের
জন্য তাঁকে বাংলাদেশ সি-স্যুইট অ্যাওয়ার্ড-২০২৩ পর্বের বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।
ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ সাদিয়া হকের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম স্মার্টআপ পুরস্কার দিয়ে থাকে।
প্রসঙ্গত, ২০২২ সালে সি-সুইট অ্যাওয়ার্ডস চালু করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। পুরস্কারের মাধ্যমে ব্যবসায়িক নেতারা, বিশেষ করে সি-সুইট এক্সিকিউটিভ ও ডিরেক্টর, যারা নিজেদের কাজের মাধ্যমে সততা ও নিবেদনের ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের কাজের স্বীকৃতি প্রদান করা হয়।
উদ্যোক্তা সাদিয়া হক বলেন, বিগত বছরগুলোতে দেশের ডিজিটাল বিপ্লব, বিশেষ করে দেশের ভ্রমণ খাতে ডিজিটালাইজেশন এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করেছে শেয়ারট্রিপ। কাজের এমন স্বীকৃতি স্মার্ট রূপান্তরে ভূমিকা রাখার লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে।
ম্যানেজমেন্ট অ্যাচিভমেন্ট, বিজনেস পারফরম্যান্স, পিপল সেন্ট্রিসিটি, ইনোভেশন ছাড়াও বেশ কিছু মানদণ্ডের ভিত্তিতে পেশাদার অডিট বোর্ডের সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে বিশিষ্ট উপদেষ্টা বোর্ড অ্যাওয়ার্ডের বিজয়ীদের নির্বাচন করেছে।