ব্যাটারি অপ্টিমাইজেশনে যা করবেন
.ব্যাটারি অপ্টিমাইজেশনে যা করবেন
কবির হাসান
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩ | ১৮:১১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ | ২০:১৬
স্মার্টফোনের ভেতরেই থাকা ফিচারের মাধ্যমে কোন অ্যাপ কতটা ব্যাটারি ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণ করা যাবে। তা ছাড়া কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে, তাও নিয়ন্ত্রণে রাখা যায়।
আর এমন ফিচার অ্যানাবল করার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি অপ্টিমাইজেশন সিলেক্ট করতে হবে। তারপর উল্লিখিত অপশনটি অ্যানাবল করে দিলেই সমাধান।
ব্যাটারি ডিসচার্জ
স্মার্টফোনের ব্যাটারি কখনোই শূন্য শতাংশ পর্যন্ত ডিসচার্জ করে শতভাগ চার্জ দেওয়া উচিত নয়। ফলে ব্যাটারি লাইফ বহুলাংশে কমে যেতে পারে। ডিভাইসে ২৫ ভাগ চার্জ থাকাকালেই স্মার্টফোনে চার্জ দেওয়া উচিত। সব ডিভাইসের জন্য ৭৫ থেকে ৮০ শতাংশ চার্জই যথাযথ সেবা নিশ্চিত করে।