- প্রযুক্তি
- চীনা নাগরিকদের চুরি হওয়া ৫ ল্যাপটপসহ দুই যুবক গ্রেপ্তার
চীনা নাগরিকদের চুরি হওয়া ৫ ল্যাপটপসহ দুই যুবক গ্রেপ্তার

ল্যাপটপসহ গ্রেপ্তাররা -সমকাল
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকদের চুরি হওয়া ৫টি ল্যাপটপসহ স্বপন ও শ্রাবন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পলাশ থানার এসআই মীর সোহেল রানা উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫টি ল্যাপটপ ও ২টি হার্ডডিক্স উদ্ধার করা হয়েছে।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ১৯ জানুয়ারি রাতে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিটের রিপাওয়ারিং প্রজেক্ট থেকে চীনা নাগরিকদের এসব ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা। উদ্ধারকৃত মালামাল জব্দ করে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন