- প্রযুক্তি
- ‘ট্যাংক ম্যান’ দেখায়নি মাইক্রোসফটের সার্চ সেবা
‘ট্যাংক ম্যান’ দেখায়নি মাইক্রোসফটের সার্চ সেবা

ছবি: রয়টার্স
তিয়েনআমেন স্কয়ারের নাম সামনে এলেই প্রথমেই অনেকের চোখে ভেসে উঠে ‘ট্যাংক ম্যান’ ছবিটি। সামরিক ট্যাংক বহরের সামনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ একজন মানুষ, যেন রুখে দিতে চাইছেন সে বহরকে।
শুক্রবার মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং থেকে সার্চ করে দেখা যায়নি এ ছবিটি। বিংয়ে ট্যাংক ম্যান সার্চ করলে শুধু কয়েকটি ট্যাংকের ছবির ভেসে উঠছিল। প্রতিষ্ঠানটি বলছে, ‘আকস্মিক মানবসৃষ্ট ত্রুটি’র কারণে সার্চ ফলাফলে দেখা যায়নি ট্যাংক ম্যান। তবে, দাবি উঠেছে, সেন্সর করা হয়েছে ছবিটিকে। খবর রয়টার্সের।
অলাভজনক সংস্থা ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের নাগরিক স্বাধীনতা পরিচালক ডেভিড গ্রিন বলছেন, “সবচেয়ে খারাপভাবে ভাবলে, এটি শক্তিশালী রাষ্ট্রের অনুরোধে উদ্দেশ্যমূলক দমন।”
চীনের এ ধরনের কনটেন্ট সেন্সর করার নজির রয়েছে। তবে, নিজ অঞ্চলের বাইরে সেন্সরের নজির খুবই কম। অন্যদিকে, মাইক্রোসফট মুখপাত্র এক ইমেইলে বিবৃতিতে বলেছেন, “সমস্যা ঠিক করতে সক্রিয়ভাবে কাজ করা হচ্ছে।”
শুক্রবার গুগলে সার্চ করে ট্যাংক ম্যান ছবিটি দেখা সম্ভব হয়েছে। তবে, ছবিটি অনুপস্থিত ছিল ডাকডাকগোসহ বেশ কয়েকটি সার্চ সেবায়। উল্লেখ্য, ডাকডাকগো বিংয়ের সার্চ ফলাফল লাইসেন্স করে নিয়ে নিজ সাইটে দেখায়।
মন্তব্য করুন