এ বছরের শেষ নাগাদ নিজেদের প্রথম ফোল্ডএবল পিক্সেল স্মার্টফোন আনার পরিকল্পনা করেছে গুগল। খবর রটেছে, ফোল্ডএবল পিক্সেল স্মার্টফোনটির ডিসপ্লে তৈরি করে দেবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।

গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অক্টোবর থেকেই ওই ফোল্ডএবল স্মার্টফোনের জন্য ওএলইডি (ওলেড) ডিসপ্লে তৈরির কাজে হাত দিচ্ছে স্যামসাং। শুধু পিক্সেলের জন্য নয়, ভিভো এবং শাওমি’র ফোল্ডিং ফোনের জন্যও পর্দা তৈরি করে দেবে প্রতিষ্ঠানটি। খবর ভার্জের

ধারণা করা হচ্ছে, গুগলের ফোল্ডিং ফোনের ডিসপ্লে আকার হবে ৭.৬ ইঞ্চি ( ভাঁজ খোলা অবস্থায়)। অন্যদিকে, ভিভোর ফোল্ডএবল ফোনের ডিসপ্লের আকার হবে ৮ ইঞ্চি।

তবে, এ বিষয়ে বিস্তারিত পাকা খবর পেতে বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রযুক্তিপ্রেমীদের।