- প্রযুক্তি
- ফেসটাইম এলো অ্যান্ড্রয়েড ও উইন্ডোজে
ফেসটাইম এলো অ্যান্ড্রয়েড ও উইন্ডোজে

অ্যাপলের ফেসটাইম। ছবি: অ্যাপল
অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ব্যবহারকারীদেরও এখন থেকে যুক্ত করা যাবে অ্যাপলের ফেসটাইম কলে। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে এ ব্যাপারে জানিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।
শুধু তাই নয়, জুমের মতো বহু সুবিধাও আসছে ফেসটাইমে। গোটা বিষয়টিই আদতে নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৫ উন্মোচনের অংশ। অ্যাপল জানিয়েছে, অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ফেসটাইম কলে যোগ দেওয়ার জন্য ‘ইনভাইট’ এর প্রয়োজন পড়বে। খবর সিএনএনের।
অনেকেই আশা করেছিলেন আইমেসেজের বেলাতেও এরকম কোনো পদক্ষেপ নেবে অ্যাপল। কিন্তু তা আর করছে না প্রতিষ্ঠানটি। মহামারীর এই সময়ে বহুগুণে বেড়েছে ভিডিও কলের চাহিদা, সে কথায় মাথায় রেখেই হয়তো এ পরিবর্তন নিয়ে এসেছে অ্যাপল।
মন্তব্য করুন