ওয়াইফাই রাউটার সম্বলিত প্যারেন্টাল কন্ট্রোল ও হোম সিকিউরিটি সলিউশন নিয়ে এল অড্রা বাংলাদেশ।

ব্যক্তিগত তথ্য সুরক্ষা, ডিজিটাল ডিভাইস নিরাপত্তা, বাচ্চাদের প্রযুক্তি আসক্তি রোধ এবং ক্ষতিকর অনলাইন কন্টেন্ট থেকে সুরক্ষিত রাখবে প্যারেন্টাল কন্ট্রোল ও হোম সিকিউরিটি সলিউশন। 

অড্রা বাংলাদেশ জানিয়েছে, এই ডিভাইসটি রিটেইল আউটলেট ও অনলাইন স্টোরের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গেজেট এন্ড গিয়ার এবং অড্রা বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

গেজেট এন্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু ও অড্রা বাংলাদেশের বিপণন বিভাগের প্রধান মুনতাসির আহমেদ এই চুক্তি স্বাক্ষর করেন।


বিষয় : ওয়াইফাই রাউটার প্যারেন্টাল কন্ট্রোল অড্রা বাংলাদেশ

মন্তব্য করুন