নিরাপদ আম বাজারজাতকরণসহ অন্যান্য পণ্যের জন্য চালু হল ই-কমার্স সাইট 'ধামা'। বুধবার বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি এর উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম বাজারজাতকরণের লক্ষ্যে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ই-কমার্স সাইট ‘ধামা’র আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। 

উদ্বোধন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়। পিকেএসএফ ঢাকা কার্যালয় থেকে এতে অংশ নেন জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, এসইপির উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহমদসহ অন্য কর্মকর্তারা।

প্রয়াস চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে অংশ নেন নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক মুখলেছুর রহমান, জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দিন, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমানসহ প্রয়াসের বিভিন্ন ইউনিটের ম্যানেজার। এসইপি থেকে অংশ নেন- প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম, আইসিটি এম মোরশেদ, ফুড টেকের পিও এন. আবেদীন, আল আমিন, এপিও ও এঅ্যান্ডএফ শামসুল করিম।আলোচনা সভা শেষে ই-কমার্স সাইট ধামার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, পিকেএসএফের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট-এসইপি’র উপ-প্রকল্প ‘সেফ ম্যাংগো প্রমোশন থ্রো লার্নিং (স্যাম্পল)’ এর আওতায় ‘ধামা ডট কম ডট বিডি’ সাইটটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। নিরাপদ আম বাজারজাতকরণসহ অন্যান্য পণ্যের জন্য এই ই-কমার্স সাইটটি চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি