করোনাভাইরাসের কারণে বেশ ব্যস্ত সূচি দলগুলোর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী ঘরের মাঠের এই সিরিজ শেষ হবে আগামী ৮ ডিসেম্বর। এরপরের দিনই নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা। 

বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ৯ ডিসেম্বর সকালে যাত্রা করবে দল।

নিউজিল্যান্ড সফরের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। অতীত রেকর্ড ভালো না হলেও আবারও নিউজিল্যান্ডের মাটিতে ভালো করার সুযোগ এসেছে টাইগারদের সামনে। গতবারের মতো এবারও বেশি সময় হাতে নিয়ে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দলের খেলোয়াড়সহ কোচিং স্টাফরা।

মূলত সেখানকার সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক। তবে এই সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। সেই সাথে সেখানে গিয়ে মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

কোয়ারেন্টাইন ইস্যুতে নিজামউদ্দিন চৌধুরী বললেন, 'আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে।'

সুজন আরো যোগ করেন, 'এর ফলে আমাদের কিছু বাড়তি অপরচুনিটি এসেছে। আমাদের দল দুটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটা দুদিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুটা প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।'

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে আতিথেয়তা নেবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন প্রটোকলের কারণে বাংলাদেশকে আগেভাগে যেতে হচ্ছে।