- প্রযুক্তি
- থাকছে না অ্যালেক্সা ডটকম
থাকছে না অ্যালেক্সা ডটকম

বন্ধ হয়ে যাচ্ছে অ্যালেক্সা ডটকম। ২৫ বছর আগে ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই ইন্টারনেট সেবাটি চালু হয়েছিল। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি অ্যামাজন কিনে নেয়।
এক ব্লগ পোস্টে অ্যালেক্সা ডটকম জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে দুই যুগ গ্রাহকদের সেবা দিয়ে ২০২২ সালের ১ মে থেকে বন্ধ করে দেওয়ার কঠিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনটেন্ট রিসার্চ ও প্রতিযোগিতামূলক বিশ্লেষণসহ বিভিন্ন সেবা গ্রহণ করায় গ্রাহকদের ধন্যবাদ জানাই। গ্রাহকদের সেবা দিতে পেরে আমরা গর্বিত।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ৮ ডিসেম্বরের পর থেকে নতুন করে আর সাবস্ক্রিপশন নেওয়া হবে না। তবে যারা আগে থেকেই সাবস্ক্রিপশনে ছিলেন তারা ২০২২ সালের ১ মে পর্যন্ত সেবা পাবেন। এরপর আর কোনো সেবা পাবেন না।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটগুলোর মধ্যে কোন ওয়েবসাইটের র্যাং কিং কত তা দেখা যায় অ্যালেক্সায়। এছাড়া ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেয় অ্যালেক্সা ডট কম।
মন্তব্য করুন