করোনাভাইরাসের টিকা না নেওয়া কর্মীদের বেতন কাটবে গুগল। এমনকি ক’জন কর্মীকে ছাটাইও করতে পারে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের শীর্ষকর্তারা কর্মীদের গত ৩ ডিসেম্বরের মধ্যে টিকা নেওয়ার খবর জানাতে বলে। টিকাপ্রাপ্ত হলে সনদের কপি প্রমাণপত্র হিসেবে সার্ভারে আপলোড করতে বলা হয়। যারা টিকা নেননি তাদের মেডিকেল বা ধর্মীয় ইস্যু থাকলে তা জানাতে বলা হয়। 

কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর গুগল এমন কজন কর্মীকে খুঁজে পায়, যারা সার্ভারে নিজেদের টিকাপ্রাপ্তির বিষয়ে কোনো তথ্য দেননি।

গুগল বলছে, তারা এই দায় থেকে অব্যাহতি পাবেন না। 

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল বলছে, ১৮ জানুয়ারির মধ্যে কেউ যদি ভ্যাকসিন না নিয়ে থাকেন, তবে তাকে স্ববেতনে ৩০ দিনের ছুটি দেওয়া হবে।  

গুগলের যেসব কর্মী আগামী ১৮ জানুয়ারির মধ্যে টিকা গ্রহণসংক্রান্ত প্রাতিষ্ঠানিক নিয়ম মানতে ব্যর্থ হবেন, তাঁদের প্রথমে ৩০ দিনের জন্য বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। তারপর ছয় মাস পর্যন্ত তাঁদের বেতন ছাড়া ব্যক্তিগত ছুটিতে রাখা হবে। সবশেষে তাঁদের চাকরিচ্যুত করা হবে। 

সিএনবিসির প্রতিবেদনের বিষয়ে জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু এ বিষয়ে গুগল সরাসরি কোনো মন্তব্য করেনি। 

তবে গুগল বলেছে, তারা তাদের কর্মীদের টিকা পেতে সাহায্য করার জন্য সম্ভাব্য সবকিছুই করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা তাদের টিকানীতি দৃঢ়ভাবে সমর্থন করে।