- প্রযুক্তি
- ওয়ান টিমের ৬, সিনার্জি স্কোয়াডের ৪ প্রার্থী জয়ী
বেসিস নির্বাচন
ওয়ান টিমের ৬, সিনার্জি স্কোয়াডের ৪ প্রার্থী জয়ী

দেশের সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে ‘ওয়ান টিম’ প্যানেলের ছয় প্রার্থী এবং ‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলের চার প্রার্থী বিজয়ী হয়েছেন।
ওয়ান টিমের বিজয়ীরা হলেন— রাসেল টি আহমেদ (২৬৮ ভোট), সামিরা জুবেরী হিমিকা (২৬০ ভোট), আবু দাউদ খান (২৬৩ ভোট) ও একেএম আহমেদুল ইসলাম বাবু (২৬৩ ভোট)।
অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে টিম ওয়ান প্যানেল থেকে ফাহিম আহমেদ (১৬ ভোট) এবং অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে তানভীর হোসেন খান (৬৮ ভোট) বিজয়ী হয়েছেন।
‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলের বিজয়ীরা হলেন— হাবিবুল্লাহ এন করিম (২৬৯ ভোট), মুশফিকুর রহমান (৩৫২ ভোট), মোস্তাফিজুর রহমান সোহেল (২৫১ ভোট) ও রাশাদ কবির (৩২২ ভোট)।
এ ছাড়া আন্তর্জাতিক ক্যাটাগরিতে মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ীরা আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় পদবণ্টন নির্বাচনে অংশ নেবেন।
এ নির্বাচনের মাধ্যমে জানা যাবে বেসিসের ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটিতে কে কোন পদে আসছেন।
রাজধানীর গুলশানে শুটিং স্পোর্টস ফেডারেশনে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এবারের নির্বাচনে ১১ পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র হিসেবে ছিলেন ২৯ প্রার্থী।
বেসিস সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ৬৫৪, সহযোগী ক্যাটাগরিতে ১৮২ এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে তিনজন ভোটার ছিলেন।
মন্তব্য করুন