চার্জিং পোর্টের যত্ন ও রিস্টার্ট জরুরি
চার্জিং পোর্ট - (ফাইল ছবি)
হাসনাত জুয়েল
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১২:১২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ | ২১:২৯
স্মার্টফোনের চার্জিং পোর্ট নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। স্মার্ট ডিভাইসে চার্জিং পোর্ট খুবই স্পর্শকাতর অংশ। সব সময় উচিত অংশটির যথার্থ যত্ন নেওয়া; নিয়মিত পরিষ্কার রাখা। না হলে গুরুত্বপূর্ণ পোর্টটি দ্রুত নষ্ট হয়ে যায়। আর ফোনের চার্জিং পোর্ট নষ্ট হলে সেটা ফিক্স করতে যেতে হবে কারিগরের কাছে।
নিয়মিত রিস্টার্ট আরেকটি ভালো অভ্যাস। অনেকেই বেখেয়ালে স্মার্ট ডিভাইসকে মাসের পর মাস অন-অফ চর্চা না করেই ডিভাইস ব্যবহার করেন; যা মোটেও ভালো অভ্যাস নয়। স্মার্টফোনকে নিয়মিত রিস্টার্ট করা ডিভাইসের জন্য ভালো বলে বিবেচিত। প্রতিদিন না হলেও অন্তত দু-তিন দিন পরপর ফোন রিস্টার্ট দেওয়া জরুরি।
- বিষয় :
- স্মার্টফোন