- প্রযুক্তি
- গুগল ট্রান্সলেটে যোগ হলো ২৪ ভাষা
গুগল ট্রান্সলেটে যোগ হলো ২৪ ভাষা

ছবি: বিবিসি
‘গুগল ট্রান্সলেট’ প্ল্যাটফর্মে আরও ২৪টি ভাষা যোগ করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ওই ভাষাগুলোতে কথা বলেন বিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষ। নতুন যোগ হওয়া ভাষাগুলোর মধ্যে আফ্রিকার ভাষা ১০টি। খবর বিবিসির।
গুগল ট্রান্সলেটে সদ্য যোগ হওয়া ভাষাগুলোর মধ্যে আছে ভোজপুরী। বিশ্বব্যাপী পাঁচ কোটির বেশি মানুষ এ ভাষায় কথা বলে। এদের বেশিরভাগই উত্তর ভারত, নেপাল, ফিজি ও মালদ্বীপের বাসিন্দা।
নতুন ২৪টি ভাষা যোগ হওয়ার পর গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে সমর্থিত ভাষার সংখ্যা এখন ১৩৩।
গুগল বলছে, নতুন ভাষা সংযোজন একটি কারিগরি মাইলস্টোন। গুগল এ কাজে এমন একটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করেছে যেটি কোনো উদাহরণ বিশ্লেষণ থেকে শেখা ছাড়াই ভাষা অনুবাদ করতে পারে।
তবে, এই প্রযুক্তি যে এখনও নির্ভুল নয়, সে বিষয়টিও স্বীকার করে নিয়েছে গুগল।
মন্তব্য করুন