আইসিটি বিভাগের আয়োজনে শুরু হয়েছে 'বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াড'। 'অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন' বিষয় নিয়ে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী এবং শিক্ষার্থী উভয়ই এই ব্লকচেইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ডকুমেন্ট অথেন্টিকেশন, ই-গভর্ন্যান্স, ফিনটেক, আইডেন্টিটি এবং প্রাইভেসি, সাপ্লাই চেইন, এডুটেক এবং হিথটেক প্রভৃতি। ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এ বছর 'প্রফেশনাল ক্যাটাগরি' নামে একটি নতুন বিভাগ চালু করছে। শিক্ষার্থী ক্যাটাগরি নির্বাচিত ৫০টি দল এবং পেশাজীবী ক্যাটাগরি নির্বাচিত ১০টি দল নিজেদের প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনের পর অংশগ্রহণকারী দলগুলোর প্রজেক্টগুলো প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। এ আয়োজনে প্রতিযোগীদের প্রকল্প প্রদর্শন ছাড়াও ব্লকচেইন বিষয়ে চারটি সেমিনার, অনস্পট কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অগ্রসরমান প্রযুক্তি ব্লকচেইন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী যে, ব্লকচেইনের উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে এসেছে।

বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. এম কায়কোবাদ, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. এম আব্দুল মান্নান, সংসদ সদস্য অপরাজিতা হক, অলিম্পিয়াডের সমন্বয়ক হাবিবুলল্গাহ এন করিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং ব্লকচেইন অলিম্পিয়াডের আন্তর্জাতিক উপদেষ্টা লরেন মা অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন।

বিষয় : ব্লকচেইন অলিম্পিয়াড

মন্তব্য করুন