তরুণ প্রজন্মের কাছে কাছে জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড ‘ইনফিনিক্স’ ভার্চুয়াল মাধ্যমে নোট সিরিজের সবশেষ ও আধুনিক স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’ উন্মোচন করেছে।

স্মার্টফোনটি বাণিজ্যিক উন্মোচনের আগেই তা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সম্প্রচার করা হয়। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন নোট সিরিজের প্রোডাক্ট অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ এবং ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা আর ইনফিনিক্স বাংলাদেশের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি।

ইনফিনিক্স ‘নোট ১২ জি৯৬’ সিরিজকে স্পিড মাস্টার বলা হচ্ছে। স্মার্ট ফিচারের দ্রুত গতি অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। তা ছাড়া হালকা হওয়ায় ভোক্তারা স্মার্টফোন ব্যবহারের বাড়তি স্বাচ্ছন্দ্য পাবেন। বৈচিত্র্যময় ফিচারের সাশ্রয়ী মোবাইল ফোন ‘নোট ১২’ মডেলে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬ ফ্ল্যাগশিপ প্রসেসর, ৬.৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৩ জিবি বর্ধিত র‌্যাম সুবিধা।

ইনফিনিক্স বাংলাদেশের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইফতেখার উদ্দিন সানি সমকালকে বলেন, স্মার্টফোনটি সত্যিকার অর্থেই স্পিড মাস্টার অভিজ্ঞতা দেবে । যারা দীর্ঘক্ষণ স্মার্টফোনে গেম ইনজয় করেন বা যারা স্মার্টফোনে বেশিক্ষণ ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য অন্য রকমের অভিজ্ঞতা দেবে। নকশায় আছে ৭.৮ এমএম আলট্রা-স্লিক ডিজাইন। রঙের বৈচিত্র্যেয় আছে ফোর্স ব্ল্যাক, স্নোফল হোয়াইট আর স্যাফায়ার ব্লু।

চার্জ সুবিধায় আছে ৩৩ ওয়াট ফ্ল্যাশ ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফলে একবার চার্জ দিলেই সারাদিন চলে যায়। ব্যাটারিতে আছে সর্বোচ্চ ৮০০ চার্জ সাইকেল কাউন্ট।

নান্দনিকতা বাড়াতে ফেসিয়াল, ফিঙ্গারপ্রিন্ট আনলক, মনস্টার গেম কিট ফিচার আছে। ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল আল্ট্রা-নাইট ক্যামেরা সেট-আপ (৫০মেগাপিক্সেল+২মেগাপিক্সেল+এআই লেন্স)। ফলে মৃদু আলোতেও দুর্দান্ত ছবি ক্যামেরাবন্দি করা যায়। থাকছে ১০৮০ পিক্সেল এবং ৩০ এফপিএস এ ব্লারিং ফিচারে ভিডিও ধারণের সুযোগ।

আছে মেমোরি ফিউশন টেকনোলজি। স্মার্টফোনের ৮ জিবি র‌্যামকে সহজেই ১৩ জিবি অবধি বাড়ানো যায়। দ্রুততায় র‌্যাম ও রমকে সমন্বয় করতে সক্ষম। মেমোরি ফিউশন টেকনোলজি ভোক্তাদের ব্যাটারিকে ধীরগতি না করেই বিঘ্ন ছাড়াই গ্রাহকদের মাল্টি-টাস্কিংয়ের সুবিদা দেয়। তা ছাড়া অপ্টিমাইজেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপের প্রসেসিং স্পিডও সামলাতে সক্ষম। তাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ সংখ্যা ৯ থেকে বাড়িয়ে সহজেই ২০টি করা সম্ভব।

অনলাইন মার্কেটপ্লেস দারাজে ফোনটি পাওয়া যাবে। প্রথম ১০০ জন ক্রেতা পাবেন অফার পুরস্কার। ২১ জুন থেকে সারাদেশে অফলাইন মার্কেটে স্মার্টফোনটি পাওয়া যাবে। তা ছাড়া ব্র্যান্ড আউটলেট থেকেও ‘নোট ১২ জি৯৬’ মডেল পাওয়া যাবে বাড়তি উপহারে। আগে নোট ১২ স্মার্টফোনের জি৮৮ মডেলও ভক্তদের প্রত্যাশা পূরণ করে। দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।