- প্রযুক্তি
- আমার ক্যারিয়ার ধ্বংসের জন্য দায়ী ওয়াকার: শেহজাদ
আমার ক্যারিয়ার ধ্বংসের জন্য দায়ী ওয়াকার: শেহজাদ

ক্যারিয়ারের শুরুতে দারুণ ফর্ম দেখিয়েছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। কিন্তু পরে ফর্ম ধরে না রাখতে পারায় জাতীয় দল থেকেই বাদ পড়েন। আড়াই বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও দলে ফিরতে পারছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ধ্বংসের জন্য ওয়াকার ইউনিসকে দায়ী করেছেন শেহজাদ।
২০১৬ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিল ওয়াকারের নেতৃত্বাধীন কোচিং প্যানেল। সেখানে, শেহজাদকে দলে জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ওয়াকার। শেহজাদকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফেরার পরামর্শ দিয়েছিলেন কোচ।
এক সাক্ষাৎকারে নিজের ধ্বংসের জন্য ওয়াকার ইউনিসকে দায়ী করে শেহজাদ বলেন, 'আমি রিপোর্টটি দেখিনি। কিন্তু পিসিবির কর্মকর্তারা বলেছেন, এই মন্তব্যগুলো আমাকে নিয়ে করা হয়েছে। আমি বিশ্বাস করি, এগুলো মুখোমুখি আলোচনা করা যেত। আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি ছিলাম। এরপর দেখা যেত, কে সঠিক আর কে ভুল।'
শেহজাদ আরো বলেন, 'তাদের কথাগুলো আমার ক্যারিয়ারের ক্ষতি করেছে। বিশেষ করে আমি যখন নিজেকে তুলে ধরতে পারিনি। আমাকে ডাকা হলে আমি ঘরোয়া ক্রিকেটে কেন খেলতে পারছিলাম না, তার ব্যাখ্যা দিতে পারতাম। যেহেতু আমি আমার বক্তব্য রাখতে পারিনি, তাই আমি মনে করি, বিষয়টা আমাকে ক্ষতিগ্রস্ত করেছে।'
২০১৯ সালে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন শেহজাদ। ঘরোয়া ক্রিকেটে এখনো খেলছেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট খেলা শেহজাদ ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেছেন ৯৮২ রান। ৬ সেঞ্চুরির সঙ্গে ১৪ ফিফটিতে ৮১ ওয়ানডেতে তার রান ২ হাজার ৬০৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান করেছেন ১ হাজার ৪৭১, সেঞ্চুরি একটি ও ফিফটি ৭টি।
মন্তব্য করুন