- প্রযুক্তি
- কার্তিকের ভুল বাংলা উচ্চারণে রেগে আগুন অনির্বাণ
কার্তিকের ভুল বাংলা উচ্চারণে রেগে আগুন অনির্বাণ

কার্তিক আরিয়ান অভিনীত 'ভুল ভুলাইয়া ২' এরমধ্যেই প্রায় ২৩০ কোটির ব্যবসা করে ফেলেছে। ছবির ব্যবসার জন্য কার্তিককে কোটি টাকা দিয়ে গাড়িও উপহার দিয়েছেন প্রযোজক।
ছবিটিতে বিভিন্ন সময়ে কার্তিককে বাংলা বলতে শোনা যায়। আর তাতেই হিন্দির হালকা আভাস পেতেই ক্ষেপে গিয়েছেন অনির্বাণ। সোজা সাপটা টুইটারে কার্তিকের উদ্দেশ্যে তিনি লেখেন, আগামীকালকে বাংলায় ‘কল’ বলে না, বলা হয় ‘কাল’! আর তোমার নতুন গাড়ি / চাইনিজ ফুড টেবিলের জন্য অনেক শুভেচ্ছা।
অনির্বাণ যে কার্তিকের সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখেন তার প্রমাণ সহজেই মিলেছে। কিন্তু অবাঙালি অভিনেতার মুখেও সঠিক বাংলা উচ্চারণ না শুনেই যেন তিনি বিরক্ত। অনির্বাণ নিজেও নিজের অভিনয় এবং সংলাপের প্রতি যথেষ্ট নজর রাখতে ভালবাসেন। তথাকথিত সামাজিক জীবনে একটু অন্যরকম ভাবেই বাঁচতে পছন্দ করেন। আর জাতীয় স্তরে বাংলা ভাষার সঠিক প্রয়োগ না হওয়াতেই এই মন্তব্য করে বসেছেন তিনি।
এদিকে অনির্বাণের এই মন্তব্য নজর আসতেই বেজায় চটেছেন দর্শকরা। অনির্বাণ কী তবে জ্বলছেন? কেউ কেউ এমনও বললেন, আপনি তো অন্যদের মতই আচরণ করছেন।
আবার কেউ বললেন, অনির্বাণ দা আপনার থেকে এটা আশা করা যায় না। একজন অবাঙালি অভিনেতার পক্ষে বাংলা উচ্চারণে এটুকু ভুল হতেই পারে। আবার কেউ কেউ তার হিন্দি তুলেও কটাক্ষ করলেন। আপনি ১০০% শুদ্ধ হিন্দি বলতে পারেন? নেটদুনিয়ার চরম রোষে অভিনেতা।
মন্তব্য করুন