- প্রযুক্তি
- ইন্টেল চিপের দাম বাড়ছে
ইন্টেল চিপের দাম বাড়ছে

নিজস্ব চিপ ও প্রসেসরের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন। পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা কোম্পানিটি। বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় গত ২৮ এপ্রিল উৎপাদিত চিপের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট। আসছে শরতেই ইন্টেলের চিপের দাম বাড়ার বিষয়টি কার্যকর হতে পারে। ইতোমধ্যে ক্রেতাদের দাম বাড়ানোর বিষয়টি জানিয়ে বার্তা দিয়েছে ইন্টেল। তবে কী পরিমাণ দাম বাড়তে যাচ্ছে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। এদিকে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পণ্যভেদে দাম বাড়ানোর হার ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। দাম বাড়ানোর ফলে ইন্টেলের সার্ভার, ইনটেলের তৈরি সিপিইউ ব্যবহূত ব্যক্তিগত কম্পিউটার কিংবা ল্যাপটপ, ওয়াইফাই রাউটারের চিপসহ ইন্টেলের অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মূলত করোনার প্রভাবে প্রযুক্তিপণ্য বিশেষ করে চিপ উৎপাদনে কাঁচামাল সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। তবে এ সময়ে প্রযুক্তিপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় চিপ উৎপাদন না হওয়ায় কম্পিউটার পণ্যসহ অটোমোবাইল ইন্ডাস্ট্রি বেকায়দায় পড়েছে। চিপ সংকটে বিশ্বের শীর্ষ কোম্পানি চাহিদা মতো গাড়ি তৈরি করতে পারছে না, চাহিদা মতো তৈরি হচ্ছে না ল্যাপটপ-কম্পিউটার ও স্মার্টফোনও। চিপের এ সংকটে এসব প্রযুক্তিপণ্যের দাম এক দফা আগেই বেড়েছে। এবার ইন্টেল চিপের দাম বাড়িয়ে দিলে আরেক দফা এসব পণ্যের দাম বাড়বে। এতে করে অনেকের ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে ল্যাপটপ-কম্পিউটারের মতো প্রয়োজনীয় প্রযুক্তি ডিভাইস।
মন্তব্য করুন