বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র পেয়েছে নতুন ফিনটেক উদ্যোগ লেনদেন (বিডি) লিমিটেড। পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে দেশে হোয়াইট লেবেল এটিএম ও মার্চেন্ট অ্যাকুইয়ারার (ডব্লিউএলএএমএ) নেটওয়ার্ক পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) লাভ করেছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তারা লেনদেন লিমিটেডের চেয়ারম্যান সাজিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সিদ্দিকীর হাতে অনাপত্তি পত্র তুলে দেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মোহাম্মদ বদিউজ্জামান (পরিচালক), রাফেয়া আক্তার কান্তা (অতিরিক্ত পরিচালক), তাসফিক নেওয়াজ (যুগ্ম পরিচালক) প্রমুখ ব্যাংক কর্মকর্তারা। দেশে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি দেশে প্রচলিত সব ব্যাংকের কার্ড থেকে লেনদেন সাপোর্ট করার মাধ্যমে নিজস্ব ব্যানারে এটিএম, পিওএস এবং কিউআরভিত্তিক পরিষেবা সরবরাহ করবে।

বিষয় : লেনদেন পেমেন্ট পেমেন্ট সিস্টেম

মন্তব্য করুন