- প্রযুক্তি
- এসএমই খাতে ডিজিটাল সক্ষমতা বাড়াতে কাজ করবে গ্রামীণফোন-মেটা
এসএমই খাতে ডিজিটাল সক্ষমতা বাড়াতে কাজ করবে গ্রামীণফোন-মেটা

‘বুস্ট আপ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে মেটা’র (ফেসবুকের মূল কোম্পানি) সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। বুস্ট আপের আওতায় দেশের এসএমই খাতের অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক উদ্যোগগুলোর জন্য ডিজিটাল সক্ষমতা বাড়াতে বুটক্যাম্প করা হবে। এতে অংশ নিয়ে প্রতিষ্ঠানগুলো ব্যবসা সম্প্রসারণ ও অনলাইনে ব্যবসায়িক প্রবৃদ্ধির উদ্ভাবনী উপায় সম্পর্কে জানতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আচজ বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন গ্রাহকদের মধ্যে যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিচালনা করেন, তারা বুটক্যাম্পে অংশ নিতে মাইজিপি অ্যাপের মাধ্যমে নিবল্পব্দন করতে পারবেন। একইসঙ্গে তারা বাংলাদেশে মেটার অনুমোদিত সেলস পার্টনার এইচটিটিপুলের মাধ্যমেও এ প্রোগ্রামে অংশ নেয়ার জন্য সাইনআপ করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া সবার জন্য উম্মুক্ত হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। প্রশিক্ষণ শুরু হবে ১৮ অক্টোবর। বাছাইকৃত অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের ভেন্যু সম্পর্কে জানানো হবে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়িক উদ্যোগগুলোর সম্ভাবনা উম্মোচনে মেটার সঙ্গে যৌথ উদ্যোগ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগটি প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে তাদের ব্যবসার আধুনিকায়ন এবং অনলাইন পরিসরে উপস্থিতি আরও বাড়াতে সাহায্য করবে। বুটক্যাম্প চলাকালীন অংশগ্রহণকারীরা অনলাইন পরিসরে তাদের উপস্থিতি বাড়াতে এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। মেটা বিজনেস টুলসের মতো ডিজিটাল সল্যুশন তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে তাদের টার্গেট গ্রুপের সাথে সংযোগ ঘটাতেও সাহায্য করবে।’
এ বিষয়ে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটসের পরিচালক জর্ডি ফোরনিস বলেন, ‘আমরা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ত্রেতাদের পরিবর্তিত জীবনধারার উপযোগী সেবাদানে সহায়তা করব। এ বুটক্যাম্পের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ডিজিটাল টুলগুলো ব্যবহার করতে পারবেন, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করতে এবং ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম করবে।’
মন্তব্য করুন