জাপানে ব্যবসা বৃদ্ধিতে বেসিসের উদ্যোগে অনুষ্ঠিত হলো 'বেসিস জাপান ডে ২০২২'। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে, জেট্রো বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্দো, মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হিরোশি সামোশিমা, বেসিস পরিচালক ও বেসিস জাপান ডেস্কের চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, '২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার এবং স্মার্ট সোসাইটি- এই চারটি বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, বেসিস জাপান ডেস্কের মার্কেট-স্কোপিং দিকনির্দেশনা বাংলাদেশে জাপানি ফার্মগুলোর কার্যক্রম বৃদ্ধি, নতুন বাজার উন্মোচন ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে এবং পাশাপাশি জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে। অনুষ্ঠানে বেসিস ও মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।