- প্রযুক্তি
- ক্রোমে পাসওয়ার্ডের বদলে 'পাসকি'
ক্রোমে পাসওয়ার্ডের বদলে 'পাসকি'

গুগলের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের পাসওয়ার্ড 'পাসকি'। এর মাধ্যমে ব্যবহারকারীর নিরাপত্তায় বহুল ব্যবহূত পাসওয়ার্ডের বিকল্প সেবা আনুষ্ঠানিক যুক্ত করল গুগল। ব্যবহারকারীর পরিচয় নিশ্চিতে 'ইউনিক আইডেন্টিটি কি' হিসেবে ডিভাইসে সংরক্ষণ করতে হয় পাসকি। পাসওয়ার্ডের বদলে নিজস্ব সেবায় 'পাসকি এপিআই' ব্যবহার করে বায়োমেট্রিক্স বা অন্য কোনো নিরাপদ পরিচয় নিশ্চিতকরণ প্রযুক্তির সঙ্গে 'পাসকি'র সমন্বয়ে সংশ্নিষ্ট সেবায় লগ-ইন করা যায়। পাসওয়ার্ড চুরির শঙ্কা না থাকায় 'পাসকি' অধিকতর নিরাপদ।
গত অক্টোবর মাস থেকে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর চলতি মাসে সেবাটি অবমুক্ত করেছে গুগল। সম্প্রতি ক্রোম ওএসের স্টেবল চ্যানেলেও পাসওয়ার্ডবিহীন এ লগ-ইন সুবিধা চালু করেছে কোম্পানিটি। গুগল জানিয়েছে, উইন্ডোজ ১১, ম্যাকওএস ও অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে কাজ করবে নতুন পাসকি। অ্যান্ড্রয়েডসহ অন্যান্য ডিভাইস থেকেও পাসকি সমন্বয় করা যাবে। নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজার তৃতীয় পক্ষীয় পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমেও পাসকি সমন্বয় করা যাবে।
এদিকে বিশেষজ্ঞরা বলছে, পাসকির ব্যবহার সর্বজনীন হবে কিনা তা নির্ভর করছে ওয়েবসাইটগুলো 'WebAuthn API' ব্যবহার করছে কিনা তার ওপর। কেননা, বিশেষায়িত এ এপিআই না থাকলে পাসকি ব্যবহার করা যাবে না।
এদিকে পাসওয়ার্ডের বিকল্প আনতে গুগলের পাশাপাশি অ্যাপল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টরাও কাজ করছে। আর এসব কোম্পানির কার্যক্রম সফল হলে পাসওয়ার্ড ধারণাটিই হয়তো উঠে যাবে।
মন্তব্য করুন