বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ব্যক্তিগত জেট ফ্লাইট নজরদারি করছেন এক কিশোর। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী জ্যাক সুইনির বিরুদ্ধে এমন অভিযোগ এনে মাস্ক হুঁশিয়ারি দিয়েছেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ওই কিশোরের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করেছেন তিনি। মাস্ক দাবি করছেন, ওই কিশোর ও সঙ্গীরা তাঁর পরিবারের সদস্যদের অনুসরণ করছেন। গত মঙ্গলবার রাতে লস এঞ্জেলেসে তাঁর ২ বছরের ছেলেকে একটি গাড়ি পাগলের মতো অনুসরণ করে বলেও জানান চিফ টুইট।
মাস্ক নিজের টুইটার হ্যান্ডেলে একটি সাদা হুন্দাইয়ের ভিতরে মুখোশ এবং হুড পরা এক ব্যক্তির ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'কেউ এই ব্যক্তি বা গাড়িটিকে চিনতে পারছেন?' মাস্ক ওই টুইটে দাবি করেন, আমার পরিবারের ক্ষতির জন্য দায়ী সুইনি ও সংস্থাগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি কথিত স্টকার। এদিকে লস এঞ্জেলেস পুলিশ বলেছে, এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই। মাস্ক গত বুধবার সুইনির টুইটার অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন। মাস্ক বলেছেন, টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো ব্যক্তির রিয়েল-টাইম অবস্থানের তথ্য নজরদারি করা হলে তা স্থগিত করা হবে, কারণ এটি শারীরিক নিরাপত্তা লঙ্ঘনের সমান।