এখন চাইলেই ঘরে বসে যে কোনো বিষয়ে অনলাইনে কোর্স করা যায়। এরই সুযোগ নিয়ে প্রত্যন্ত গ্রাম থেকে অনলাইনে বিনামূল্যে বা স্বল্প মূল্যের কোর্স শেষে অনেকেই সফল উদ্যোক্তা হয়েছেন। অনলাইনে উদ্যোক্তা প্রশিক্ষণে কাজ করছে অলাভজনক প্রতিষ্ঠান 'নিজের বলার মতো একটি গল্প' ফাউন্ডেশন। অলাভজনক এ ফাউন্ডেশন থেকে 'প্রতিদিন' উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বিনামূল্যে। ২০১৮ সালে যাত্রা শুরু করা ফেসবুকভিত্তিক কমিউনিটি প্ল্যাটফর্ম থেকে মাত্র ৫ বছরে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় ৭ লাখ উদ্যোক্তা। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ইকবাল বাহার।

তিনি টানা ১০০০ দিনের অনলাইন প্রশিক্ষণ দিয়েছেন। এ সম্পর্কে ইকবাল বাহার বলেন, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দেশের তরুণদের কর্মদক্ষতা বাড়িয়ে তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করছি। তিনি বলেন, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে বদলে গেছে অসংখ্য তরুণ-তরুণীর জীবন। 'চাকরি করব না চাকরি দিব' স্লোগানে অনেক প্রশিক্ষণার্থী সফল হয়ে নিজের প্রতিষ্ঠানে অন্যদের চাকরি দিচ্ছেন।

ইকবাল বাহারের প্ল্যাটফর্মটির ২৫ শতাংশই নারী। নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মটি এখন মার্কেটপ্লেসে রূপ নিয়েছে। যেখানে সদস্যরা কোনো বিপণন খরচ ছাড়াই পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। আগামী ২ বছরের মধ্যে প্ল্যাটফর্মটির মাধ্যমে দেশে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা ফাউন্ডেশনটির।