বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয়ে অন্য সমর্থকদের সঙ্গে রোববার রাতে আনন্দ করতে বের হয়েছিলেন তরুণ প্রকৌশলী জয়ব্রত ভট্টাচার্য (২৫)। কিন্তু মধ্যরাতে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় আনন্দ উল্লাসের পর বুকে ব্যথা অনুভব করেন তিনি। গভীর রাতে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রকৌশলীর মৃত্যু হয়।

জয়ব্রত ভট্টাচার্য সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর রামপুর গ্রামের বাসিন্দা। সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার মেসে বসবাস করে তিনি বেসরকারি প্রকৌশল ফার্মে চাকরি করতেন বলে জানা গেছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে না কি অন্য কারণে মারা গেছেন তা বলা মুশকিল। তবে অধিক আনন্দ বা উল্লাসের কারণে তার হার্ট অ্যাটাক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওই প্রকৌশলীর বোন নির্জরনী ভট্টাচার্য গণমাধ্যমকে জানিয়েছেন, জয়ব্রত নগরীর শিবগঞ্জ এলাকার মেসে বন্ধুদের সঙ্গে খেলা দেখেন। এরপর রাস্তায় বেরিয়ে আনন্দ-উল্লাসও করেন। পরে বুকে ব্যথা অনুভব করলে গভীর রাতে তার বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করেন। ভোরে জয়ব্রত মারা যান।

এদিকে সোমবার সকালে জয়ব্রতর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। আজ বিকেলে তাকে দাহ করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।