- প্রযুক্তি
- জনমত বিপক্ষে: এবার সিইও পদ ছাড়তে রাজি ইলন মাস্ক
জনমত বিপক্ষে: এবার সিইও পদ ছাড়তে রাজি ইলন মাস্ক

টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কিনা এমন প্রশ্নে ইলন মাস্কের জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ লোকজন তাকে সিইও পদ ছেড়ে দেওয়ার পক্ষে মত দেন। জরিপের ফলাফলের পর এই সিদ্ধান্ত জানান ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনা ইলন মাস্ক।
টুইটারের নতুন মালিকানা গ্রহণের পর ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন। তিনি কোম্পানিটির একমাত্র পরিচালক।
তবে টুইটারের প্রধান নির্বাহীর পদ গ্রহণের পর হঠকারী সিদ্ধান্তের কারণে তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক টুইটারের মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালকে কোম্পানির সিইওর পদ থেকে বরখাস্ত করেন। একই সঙ্গে তিনি কোম্পানির আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন।
ইলন মাস্কের এমন সিদ্ধান্তের কারণে কর্মীদের পাশাপাশি জনপ্রিয় তারকাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ টুইটার ছাড়ছেন। এ কারণে ব্যবহারকারীদের মতামত জানতে সম্প্রতি জনমত জরিপ করেন তিনি।
জরিপে নিজের টুইটার অ্যাকাউন্ট অনুসারীদের (ফলোয়ার) কাছে তিনি জানতে চান, ‘আমার কি টুইটার প্রধান হিসেবে পদত্যাগ করা উচিত? এ জরিপে যে ফলাফল আসবে, তা–ই আমি মেনে নেব।’
জরিপে অংশ নেওয়া ৫৭ দশমিক ৫ শতাংশ ব্যক্তিই ইলন মাস্ককে টুইটারের সিইও পদে চান না বলে রায় দেন।
এখন টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। এতে এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
মন্তব্য করুন