ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বার্ষিক মিলনমেলায় বাক্কো

বার্ষিক মিলনমেলায় বাক্কো

.বার্ষিক বনভোজন করল বাক্কো

 সাব্বিন হাসান

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:৪৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৫৩

সদস্য ও অংশীজনের অংশগ্রহণে গাজীপুরে অরণ্যবাস রিসোর্টে বাক্কো উদযাপন করল বার্ষিক বনভোজন উৎসব।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ তথ্যপ্রযুক্তি খাতের চার শতাধিক ব্যক্তির অংশগ্রহণে অরণ্যবাস রিসোর্ট বাক্কো পরিবারের মিলনমেলায় মুখর হয়।

বাক্কো কার্যনির্বাহী কমিটি, সচিবালয়, উপকমিটি, তথ্যপ্রযুক্তি শিল্প খাতের সাংবাদিক সংস্থা, অতিথির অংশগ্রহণে বনভোজন উৎসব পূর্ণাঙ্গতা পায়। 

ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে দিনব্যাপী উৎসবে বিকেলের আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। 

ফুটবল টুর্নামেন্টে ফিফোটেক ও ক্রিকেট টুর্নামেন্টে স্কাইটেক সল্যুশন চ্যাম্পিয়ন হয়। র‌্যাফেল ড্র পর্ব ও ধন্যবাদ স্মারকের মাধ্যমে বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বার্ষিক মিলনমেলার ইতি টানেন।

টাইটেল স্পন্সর পৃষ্ঠপোষকতা করে ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড (ইউনিসার্ট বাংলাদেশ)। প্ল্যাটিনাম পৃষ্ঠপোষক ছিল ফিফোটেক, স্কাইটেক সল্যুশন্স, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), ইগনাইট টেক সল্যুশন্স, জ্যাক আইটি সল্যুশন্স, সিনার্জি বিজনেস সল্যুশন্স এবং সিনার্জি আইটি সার্ভিসেস।

গোল্ড ক্যাটেগরিতে পৃষ্ঠপোষকতা করে ডিজিকন টেকনোলজিস, নিসাই বাংলাদেশ, টাইমস এএসএল কল সেন্টার, এসেনসিয়াল ইনফোটেক, আর্থ নেক্সট টেকনোলজিস, টেকমার্ট বিপিও সল্যুশন্স, সার্ভিস ইঞ্জিন, টেক সোলজার বিপিও, দ্য সিগনিয়াস ও সাইনেসিস আইটি পিএলসি।

সিলভার ক্যাটেগরিতে পৃষ্ঠপোষক ছিল মাই আউটসোর্সিং, দ্য কাউ কোম্পানি, ইম্পেল সার্ভিস অ্যান্ড সল্যুশন্স, এনরুট ইন্টারন্যাশনাল, ডিটেমপেট, নোবেল আইটি সল্যুশন্স, টেলিমাস্কেটিয়ার্স, মাল্টিইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোং, টোয়েন্টিফোর সেভেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, কল পয়েন্ট বিজনেস সল্যুশন্স, কমন করপোরেশন ও সহজ ডটকম।

আরও পড়ুন

×