হোয়াটসঅ্যাপে একজনের পাঠানো মেসেজ অন্যকে চাইলে ফরোয়ার্ড করা যায়। এবার মেসেজ ফরওয়ার্ড করার নতুন ফিচার যুক্ত হয়েছে অ্যাপটিতে। ধরুন, আপনাকে কেউ একটি ছবি অথবা ভিডিও পাঠিয়েছেন, যেখানে মিডিয়া ফাইলের (ছবি, ভিডিও, টেক্সট) সঙ্গে রয়েছে ক্যাপশন। কিন্তু ক্যাপশন ছাড়া শুধু ছবি অথবা ভিডিওটি ফরোয়ার্ড করতে চান। এত দিন হোয়াটসঅ্যাপে মেসেজ ফরোওয়ার্ড করার সময় ক্যাপশন লেখা অথবা মোছার অপশন পাওয়া যেত না। তবে নতুন ফিচারে এই সমস্যার সমাধান হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে কোনো ছবি, ভিডিও কিংবা জিআইএফ ফাইল ফরওয়ার্ড করার সময় ক্যাপশন মুছে দেওয়া যাবে। গত মাসেই অ্যাপল ডিভাইসের জন্য সেবাটি চালু করেছিল হোয়াটসঅ্যাপ। ফিচারটি ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এবার যে কোনো চ্যাট বক্স ওপেন করে যে ছবি অথবা ভিডিও ফরওয়ার্ড করতে ইচ্ছুক সেটি সিলেক্ট করুন। ফরওয়ার্ড বাটন চাপুন। এবার ছবির ক্যাপশন মোছার অপশন সিলেক্ট করুন। চাইলে ক্যাপশন রেখে দেওয়া যায় কিংবা ডিলিটও করা যায়। তবে মিডিয়া ফাইলে ক্যাপশন যুক্ত করার সুবিধা এখনও অ্যান্ড্রয়েড ফোনে যুক্ত হয়নি। অ্যান্ড্রয়েড, আইফোন ছাড়াও হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে এই ফিচার ব্যবহার করা যাবে।