- প্রযুক্তি
- আদাবরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
আদাবরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
-samakal-63ca99b8caa31.jpg)
প্রতীকী ছবি
রাজধানীর আদাবর থেকে শফিউল্লাহ খান নামে ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার মুহাম্মদ মনিরুজ্জামান জানান, বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর সড়কে খান মেডিসিন কর্নারে কথিত চিকিৎসা দিয়ে আসছিলেন শফিউল্লাহ খান। অথচ তিনি এ বিষয়ে কোনো পড়ালেখা বা ডিগ্রি অর্জন করেননি।
মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নেমে সত্যতা পাওয়ায় সেখানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই সময় শফিউল্লাহ পালানোর চেষ্টা চালান। তবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাঁর বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন