বাজারে এসেছে ক্যাসিও'র নতুন ক্লাসউইজ এফএক্স-৯৯১ সিডব্লিউ মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এই নতুন মডেলের ক্যালকুলেটরটির উদ্বোধন করে।

ক্যালকুলেটরের উদ্বোধন প্রসঙ্গে ক্যাসিও কম্পিউটার কো. লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও কাশিও কাজুহিরো বলেন, একটি ভোক্তা-কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে আমরা সর্বদা বাংলাদেশে ক্যাসিও পণ্য ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করি। নতুন ক্লাসউইজ এফএক্স-৯৯১সিডব্লিউ সায়েন্টিফিক ক্যালকুলেটরটি এর অনন্য ফাংশনের মাধ্যমে বিজ্ঞান ও গণিতে শিক্ষার্থীদের কৌতূহল বহুগুণে বাড়িয়ে দেওয়া এবং জটিল সব হিসেব কষার ক্ষেত্রে তাদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠার মাধ্যমে কর্পোরেট খাতে আমাদের সৃজনশীলতা ও অবদানের ধারাকে এরও এগিয়ে নিয়ে যাবে। 

তিনি বলেন, সম্প্রতি বিশ্বব্যাপী বাজারে আসা ক্যাসিও’র অন্যান্য নতুন পণ্যগুলোর মতো এফএক্স-৯৯১ সিডব্লিউ মডেলটিও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য। এই পণ্যটি বাংলাদেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ আরও বৃদ্ধি করবে এবং শিক্ষাকে আরও আনন্দদায়ক ও পরিপূর্ণ করে তুলবে। সংবাদ বিজ্ঞপ্তি।